১৬ ডিসেম্বর বিজয় দিবসের কবিতা ২০২৪ | হাফেজ মোঃ সালমান রহমান | বাংলা কবিতা
মুক্তির জয়গান
লেখকঃ হাফেজ মোঃ সালমান রহমান
ডিসেম্বর এলো, হিমেল হাওয়া,
মনে পড়ে সেই দিন।
লক্ষ প্রাণের আত্মত্যাগে,
হয়েছিল দেশ স্বাধীন।
বুলেটের বৃষ্টি, রক্তের স্রোত,
থামাতে পারেনি বীর।
জয় বাংলা স্লোগানে কাঁপিয়ে,
ভাঙলো শৃঙ্খলের ভিড়।
সেই দিন এলো, মুক্তির আলো
পরাজিত হলো পাকিস্তান,
নতুন পতাকা উড়লো আকাশে
গাইলো বিজয়ের গান।
আজও সেই স্মৃতি অমলিন
বীরের রক্তে ভেজা মাটি,
তাদের ত্যাগের বিনিময়ে
পেলাম আমরা দেশ পরিপাটি।
শ্রদ্ধা জানাই সেই বীরদের
যাদের জীবন দানে এই বেশ,
মুক্তির জয়গানে মুখরিত
সারা বাংলাদেশ।