গাযওয়াতুল হিন্দ কড়া নাড়ছে আপনার দুয়ারে বই সম্পর্কে ধারনা
গাযওয়াতুল হিন্দ কড়া নাড়ছে আপনার দুয়ারে
গাযওয়াতুল হিন্দ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র জবাননিসৃত দুটি শব্দ। ১৪০০ বছরের খণ্ড খণ্ড ইতিহাস জড়িয়ে আছে মধু মাখা শব্দ যুগলে। কাঙ্ক্ষিত স্বপ্ন পুঁজি করে কত সাহাবী ও তাবেয়ী লহু লাল ঝরিয়েছেন এই পবিত্র মাটিতে। নাম না জানা কত তাবেয়ী ও আইম্মাহ জীবনের শেষ রক্তটুকু উৎসর্গ করেছেন এই হিন্দের মাটিতে। নববী ভবিষ্যদ্বাণীকে সত্যরূপে প্রস্ফুটিত করতে কে জানে কত জীবন শেষ নিশ্বাস ত্যাগ করেছে এই মাটিতে।
হাদিসের ভাষ্যমতে কালের অন্তিম লগ্নে (কেয়ামত অবধি) খুন ঝরাবে মুসলিম এই মাটিতে। লাখো কোটি মুসলিম এই পবিত্র মাটির বরকত উসিলায় পেয়েছেন শহিদ-গাজীর মর্যাদা। ইনশাআল্লাহ এ লড়াই চলবে। কেয়ামত অবধি চলবে সভ্যতার এ সংঘাত। পৃথিবীতে হক ও বাতিলের, সত্য ও মিথ্যার, আলো ও অন্ধকারের দ্বন্দ- সংঘাত চিরন্তন ও আপোষহীন। ইসলামের শুরুলগ্ন থেকেই দানা বেঁধেছে হক ও বাতিলের চিরন্তন সেই সংঘাত। সর্বপ্রকার বাঁধা বিপত্তি, বিরোধিতা ও আক্রমণের ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ইসলাম সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেছে। “মুসলিম” জাতি মরতে পায় না ভয়। প্রতিটি মুসলিম শিশু জন্মগত ভাবে নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করতে শেখে। দিলের শেষ রক্ত কণিকা জিইয়ে সে শহিদের তামান্না অন্তরে আগলে রাখে।
কিন্তু যদি তামান্নার বাস্তবায়নের পথ ও পদ্ধতি হয় রাসুলের ভবিষ্যদ্বাণীকৃত পথে। যদি সে কণ্টকময় পথের শেষে মেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিজয় সুসংবাদ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনই মুমিন হতে পারবে না, যাবৎনা আমাকে ভালোবাসো দুনিয়ার সবচেয়ে বেশি। নিজের জান মাল এবং সন্তান সন্তানাদীর থেকেও বেশী।
হ্যা! আমার প্রিয় ভাই, আমি সত্যিই বলছি, আল্লাহ আপনাকে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এই অন্তিমলগ্নে পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে কোনো উদ্দেশ্য ছাড়াই হিন্দের যোদ্ধা মাটিতে জন্মদান করেননি। আল্লাহ চান আপনি খাইরুশ শুহাদা শুহাদা-এর মর্যাদা হাসিল করেন। আল্লাহ চান আপনি গাজী হয়ে গুনাহমুক্ত জীবনযাপন করেন। আর এ মহা সফলতার উপলব্ধি আপনি তখনই করতে পারবেন যখন আপনি হিন্দ বিষয়ক নববী ভবিষ্যদ্ববাণীগুলো পর্যালোচনা করতে শিখবেন।
যখন আপনি হিন্দ-এর অতিত ও বর্তমান ইতিহাস সামনে রেখে নিজ অবস্থানকে বিবেচনা করবেন এ সত্য ভোরের ন্যায় আপনার কাছে প্রস্ফুটিত হবে। সত্যি বলতে প্রতিটি মুসলমানের মতো আমরাও বর্তমান হিন্দ ও আমাদের অবস্থান নিয়ে ভাবতাম। বক্ষমান গ্রন্থটি আমাদের দীর্ঘ ভাবনার ঘরে তোলা ফসল। আজ আপনাদেরকে শুনাবো ভাবনার প্রতিটি পরতের আঁছড়ে পড়া ঢেউ তরঙ্গের আর্তনাদ। আজ আপনাদের শুনাবো হৃদয় নিঙরানো শেষ ব্যথাটুকু। তো প্রিয় পাঠক, একটু নড়েচড়ে বসুন। কিছু সময়ের জন্য ধারাবাহিকভাবে অধ্যয়নে নিজেকে নিমগ্ন রাখুন। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদের জন্য কোন খাইর ও কল্যাণ সুপ্ত রেখেছেন এই ক্ষুদ্র গ্রন্থটিতে।